টানা দুই সপ্তাহ ধরে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকায় গত ২৪ আগস্ট দেশে করোনাভাইরাসের চতুর্থ ঢেউ নিয়ন্ত্রণে আসে। কিন্তু সপ্তাহ পেরোতেই করোনা শনাক্তের হার ফের ৫ শতাংশ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ছিল ৫ দশমিক ২০ শতাংশ।
বুধবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এসময় পরীক্ষা বিবেচনায় নতুন রোগী শনাক্তের হার ছিল ৫ দশমিক ২০ শতাংশ। এর আগেরদিন এই হার ছিল ৪ দশমিক ০৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। চারদিন পর করোনায় মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। মৃত ব্যক্তি খুলনার বাসিন্দা। তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্তদের মধ্যে ১৩৬ জন ঢাকা বিভাগের, ৬ জন চট্টগ্রামের, ১১ জন রাজশাহীর, ৩ জন খুলনার, বরিশাল ও সিলেট বিভাগে দুজন করে এবং একজন রংপুর বিভাগের বাসিন্দা।
নতুন রোগীদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১১ হাজার ৯৪৬ জন। অন্যদিকে সরকারি হিসেবে করোনায় আক্রান্ত হয়ে ২৯ হাজার ৩২৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে গত এক সপ্তাহে সাত জনের মৃত্যু হয়েছে এর মধ্যে ২৮ শতাংশই টিকা নেননি।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ৩৭২ জনের সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭২ হাজার ৯২ জন।