খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দুদক সংস্কারে ৪৭ প্রস্তাবনা কমিশনের; কাল দেয়া হবে প্রধান উপদেষ্টা কে
  ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে : মির্জা ফখরুল

ফুলতলায় সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম মন্টুর দাফন সম্পন্ন

ফুলতলা (খুলনা) প্রতিনিধি

ফুলতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রবীন আওয়ামীলীগ নেতা রবিউল ইসলাম মন্টু (৭৪) রোববার রাত ৯টায় অসুস্থ্যতাজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহী রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ২কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। বাদ জোহর পায়গ্রামকসবাস্থ কাজী আবু মোকারম ফজলুল বারী দাখিল মাদ্রাসা চত্বরে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ শেখ আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, আওয়ামীলীগ নেতা আবু তাহের রিপন, আলী আজম মোহন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাউসুল আজম হাদি, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, বিএনপি নেতা ডাঃ গাজী আব্দুল হক, সেলিম সরদার, শেখ নওশাদ হোসেন লালু, শেখ লুৎফর রহমান, শেখ গোলাম বকতিয়ার, সাবেক চেয়ারম্যান আঃ রাজ্জাক রাজা, সেকেন্দার আলী রাজু, ব্যবসায়ী শহিদুল ইসলাম মহলদার, জাকির হোসেন, মোস্তফা কামাল বুলু চৌধুরী, এস কে সাদ্দাম হোসেন প্রমুখ।

এর পূর্বে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি সাবেক চেয়ারম্যান মরহুম রবিউল ইসলাম মন্টুর বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিএমএ সালাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, কামরুজ্জামান নান্নু, শহীদুল্লাহ প্রিন্স, আশরাফুল আলম কচি, এস রবীন বসু, মাসুদ পারভেজ প্রমুখ।

খুলনা গেজেট/ বিএম শহিদ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!