ফুলতলায় করোনা ভাইরাসের সংক্রমণের উর্ধ্বগতি ঠেকাতে কঠোর লকডাউনের প্রথম দিনে নজরদারী কার্যকর করতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস শুক্রবার দুপুরে ফুলতলা ও পথের বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় এক প্রতিষ্ঠান ও তিন ব্যক্তিকে মোট ১ হাজার ২শ’ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। এর মধ্যে বিধি ভঙ্গ করে দোকান খোলায় ফুলতলা বাজারের কনকা শো-রুমের কর্মচারী ফয়সালকে ৫শ’ টাকা, প্রকাশ্যে ধুমপান করার অপরাধে জাহাঙ্গীর হোসেনকে ১শ’ টাকা ও মাস্ক না থাকায় মনিরুল ইসলামকে ২শ’ টাকা এবং ফুলতলার পথের বাজারে মাস্ক না থাকায় রকিবুল ইসলামকে ২শ’ টাকা ও মনিরুল ইসলামকে ২শ’ টাকা জরিমানা ধার্য করা হয় ।
খুলনা গেজেট/ টি আই