পোল্ট্রি ফিডের দোকানে ড্রাগ লাইসেন্স না থাকা এবং অতিরিক্ত মূল্যে মালামাল বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বুধবার বিকেলে খুলনার ফুলতলা বাজারের ৩ ব্যবসায়িকে ৩৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করেন।
ফুলতলার জামিরা সড়কের ফয়সাল পোল্ট্রি ফিডের মালিক মোঃ আনোয়ার হোসেনকে ২০ হাজার, শেখ এন্টার প্রাইজের মালিক নাদিম শেখকে ৭ হাজার এবং ফিরোজ পোল্ট্রি ফিডের মালিক ফিরোজ হোসেনকে ৮ হাজার টাকা জরিমনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া আফরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।