ফুলতলার বেজেরডাঙ্গা বাজারে খুলনা-যশোর মহাসড়কে মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের চোরাই ব্যাটারিসহ অন্য মালামালসহ ৪জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার (২২জুলাই) এঘটনায় ফুলতলা থানায় মামলা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিলের এস আই রাজিউল আমিন জানান, গ্রেফতারকৃতরা হল-যশোরের অভয়নগরের সিদ্ধিপাশা এলাকার মৃত শামছুর রহমানের ছেলে জিয়াউর রহমান (৪৩), হানিফুর রহমান মোল্যার ছেলে মোঃ আসাদুজ্জামান মোল্যা রনি (৩৫), ফরিদপুরের অম্বিকাপুর এলাকার সিদ্দিক মোল্যার ছেলে নাজিম মোল্যা (২৫) এবং একই এলাকার আইয়ুব খানের ছেলে জুয়েল খান (২৪)। জব্দকৃত ট্রাক থেকে ৪৩টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ারে ব্যবহৃত সাদা রংয়ের ব্যাটারি, ৯০টি পাওডার ব্যবহৃত বিভিন্ন সাইজের ও রঙের ব্যাটারী, ১১টি পানি ব্যবহৃত বিভিন্ন সাইজের ও রঙের ব্যাটারি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা গোয়েন্দা পুলিশকে জানিয়েছে, দীর্ঘদিন ওই চক্রটি খুলনাসহ আশপাশ এলাকার মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের চোরাই ব্যাটারি সংগ্রহ করিয়া যশোর ও ফরিদপুরে বিক্রয় করে।
খুলনা গেজেট/এআইএন