জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, ওসি মোঃ মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, জেলা আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, কাজী আশরাফ হোসেন আশু, মৃনাল হাজরা, কামরুজ্জামান নান্নু, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শামীম আরা নিপা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, খাদ্য কর্মকর্তা পল্লোব কুমার ঘোষ, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, যুব উন্নয়ন কমকর্তা মোঃ পারভেজ মোল্যা, সহকারী প্রোগামার পুষ্পেন্দু দাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম. রিসোর্স কর্মকর্তা রবিউল ইসলাম রনি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সুমাইয়া ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আসমা হক আইরিন, বন কর্মকর্তা জহিরুল ইসলাম, ইকবাল হোসেন, তহমিনা সুলতানা প্রমুখ।
সভায় স্বাস্থ্য বিধি মেনে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালনের সিন্ধান্ত গৃহিত হয়।
খুলনা গেজেট / এমএম