জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফুলতলায় ব্যাপক কর্মসূচি পালিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সন্দীপ দাস।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ।
উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জহুরুল ইসলাম, কাজী মুক্তিযোদ্ধা আশরাফ হোসেন আশু, প্রাণি সম্পদ কর্মকর্তা স্বপন কুমার রায়, সমাজসেবা কর্মকর্তা শাহীন আলম, বিআরডিবি কর্মকর্তা আফরুজ্জামান, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু প্রমুখ।
এদিকে বিকালে ফুলতলা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে উপজেলা সভাপতি আলহাজ্ব শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে ও মৃনাল হাজরার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা বিএমএ সালাম, মোঃ আসলাম খান, সরদার শাহাবুদ্দিন জিপ্পী।
প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ আবু হানিফ। উপস্থিত ছিলেন কাজী আশরাফ হোসেন আশু, ইমাম হোসেন মোড়ল, আবু তাহের রিপন, কামরুজ্জামান নান্নু, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, উপজেলা ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, রবিউল ইসলাম মন্টু, আলহাজ্ব শেখ আশরাফ হোসেন, ইসমাইল হোসেন বাবলু, আলী আজম মোহন, সাহিদুল মোল্যা, শাহাবাজ মোল্যা, বেগম শামছুন্নাহার, শাপলা সুলতানা লিলি, এস কে আলী ইয়াছিন, শহিদুল্লাহ প্রিন্স, রবিন বসু, এস কে মিজানুর রহমান, মোল্যা রবিউল ইসলাম, মঈনুল ইসলাম নয়ন, এস কে সাদ্দাম হোসেন প্রমুখ।
পরে মাওঃ রফিকুল ইসলামের পরিচালনায় মিলাদ, দোয়া শেষে তাবারক বিতরণ করা হয়। এ দিকে ফুলতলার এম এম কলেজ, জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজ, গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ ও কর্মময় জীবনের উপর শিক্ষার্থীদের অংশ গ্রহনে কবিতা আবৃতি, রচনা প্রতিযোগিতা, আলোচনা, দোয়া, মিলাদ ও তাবারক বিতরণ করা হয়।
খুলনা গেজেট / নাফি