অভাবের তাড়নায় নুর জালাল সিকদার (৬৯) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার ( ২২ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় ফুলতলার নাউদাড়ি গ্রামে। তিনি ওই গ্রামের মৃত: আ: মালেক সিকদারের পুত্র।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, অভাব অনটনের কারণে নুর জালাল সিকদারের পরিবারে অশান্তি চলছিল। সোমবার সকলের অগোচরে নিজ ঘরের ডাবার সাথে গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে ফুলতলা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
খুলনা গেজেট/এএ