আগামী ১৭ জুলাই খুলনা বিভাগীয় তারণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে ফুলতলা উপজেলা বিএনপি শনিবার (১৫ জুলাই) বিকালে ফুলতলা বাজারস্থ কিন্ডারগার্টেনে এক প্রস্তুতি সভা করছিল। এ সময় ফুলতলা থানা পুলিশের বাধায় সভা পন্ড হয়ে যায় বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। খুলনা জেলা বিএনপির নেতারাও এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।
বিএনপির নেতৃবৃন্দ প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিঃ মনির হাসান টিটোর পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় পুলিশের হামলায় ফুলতলা থানা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশার, সদস্য সচিব মনির হাসান টিটো, যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন বাবু, অহিদুজ্জামান নান্না, সাব্বির হোসেন রানা, সদস্য শেখ আঃ হালিম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক টিটো জমাদ্দার, ইদ্রিস আলী মোল্যা, জাহিদ হোসেন, যুবনেতা রবিউল ইসলাম রবি, ছাত্রনেতা সাকিল হোসেন রানা, রবিউল ইসলাম রনিসহ বেশ কিছু নেতাকর্মী আহত হন।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন সাবেক সংসদ সদস্য ডাঃ গাজী আঃ হক, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এস এ রহমান বাবুল, জেলা বিএনপির সদস্য হাসনাত রেজভী মার্শাল, ফুলতলা থানা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশার, সদস্য সচিব মনির হাসান টিটো, সেলিম সরদার, যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন বাবু, অহিদুজ্জামান নান্না, এনামুল হোসেন পারভেজ, সাব্বির হোসেন রানা, শেখ লুৎফর রহমান, মশিউর রহমান বিপ্লব, মোল্যা মনিরুল ইসলাম, সরদার আতাউর রহমান প্রমুখ।
এ বিষয়টি জানতে চাইলে ফুলতলা থানার ওসি মোহাম্মদ আব্দুল হক বলেন, বিএনপি একটি কিন্ডারগার্টেনে পুলিশের অনুমতি ছাড়াই মিটিং করছিল। খবর পেয়ে থানার এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সেখানে গেলে বিএনপির নেতাকর্মীরা স্থান ত্যাগ করে।
খুলনা গেজেট/কেডি