যশোরের বাঘারপাড়ার নয়ন ফুটবল প্রশিক্ষণের জন্য এবার ব্রাজিলে যাচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সারাদেশের মধ্যে ১১জন ফুটবলারকে বাছাই করেছে। যার মধ্যে রয়েছে বাঘারপাড়ার নয়ন হোসেন। সে উপজেলার ভাংগুড়া গ্রামের শহীদ মোল্লার ছেলে।
নয়ন যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমির ছাত্র। ২০২০ সালে সে একাডেমিতে ভর্তি হয়। এর মাধ্যমে তার ফুটবলের অগ্রযাত্রা শুরু হয়। ছোটবেলা থেকেই নয়ন ফুটবল খেলতে ভালোবাসে। মায়ের অনুপ্রেরণা তার ফুটবল খেলার বড় শক্তি। ব্রাজিলে প্রশিক্ষণে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, মা বাবাসহ এলাকার সকলে এ খবর শুনে অনেক খুশি হয়েছে। ভবিষ্যতে জাতীয় ফুটবল দলের জার্সি তার গায়ে জড়াতে চায়।
ফুটবল বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশের আকাশের বড় একটা অংশ ছেয়ে যায় ব্রাজিলের পতাকায়। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের সময়ের এ দৃশ্য দেখে অবাক হয়েছিলেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলীয় রাষ্টদূত জোয়াও তাবাজারা দি অলিভিয়েরা জুনিয়র। সেই ভালোবাসার প্রতিদান ও বাংলাদেশের জন্য কিছু করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের চেষ্টায় দ্বিতীয় বারের মত ব্রাজিলে যাওয়ার সুযোগ পাচ্ছে দেশের ১১ জন কিশোর ফুটবলার।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ টুর্ণামেন্ট থেকে ৪০ জন খেলোয়াড় বাছাই করা হয়। তাদের নিয়ে শুরু হয় বিকেএসপির মাঠে দুই মাসের ক্যাম্প। সেখান থেকে সেরা ১১ জনকে বাছাই করে ব্রাজিলে পাঠানোর জন্য চুড়ান্ত করা হয়। যে দলে রয়েছে যশোরের বাঘারপাড়ার নয়ন হোসেন। এ খবর প্রচার হবার পর নয়ন এখন এলাকায় আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। সে দেশের সুনাম ফুটবল বিশ্বে ছড়িয়ে দেবে বলে অনেকে মন্তব্য করেছেন।
ফুটবলার নয়নের ওস্তাদ শামসুল হুদা একাডেমির কোচ কাজী মারুফ হোসেন বলেন, নয়ন তার একজন ছাত্র। ব্রাজিল থেকে প্রশিক্ষণ শেষে দেশে এসে যদি ধারাবাহিকতা বজায় রাখে, তাহলে সে নিশ্চয় ভালোমানের খেলোয়াড় হবে। পাশাপাশি বয়স ভিত্তিক খেলা শেষে জাতীয় পর্যায়ে এগিয়ে যাবে।
নয়নের ব্রাজিলে প্রশিক্ষণের সুযোগ পাওয়া সম্পর্কে জানতে চাইলে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আনম আবুজর গিফারি বলেন, নয়ন বাঘারপাড়ার মুখ উজ্জল করেছে। তাকে নিয়ে আমরা গর্বিত। সে ব্রাজিলে যাওয়ার আগে আমরা তাকে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেবো।
খুলনা গেজেট/কেএ