’শুধু যশোরের ফুটবলই নয়, সারা বাংলাদেশের ফুটবল উন্নয়নে কাজ করবো। জনপ্রিয় খেলা ফুটবল হলেও দেশে তার কোন উন্নতি নেই। ফুটবলকে উন্নতি করে সারা বিশ্বের কাছে তুলে ধরতে চাই। ফুটবল নিয়ে কাজ করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সভা শেষে সংগঠনের মহাসচিব তরফদার রুহুল আমিন সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
বাংলাদেশ ফুটবল ক্লাবস এ্যাসোসিয়েশন আয়োজিত সাংগঠনিক সভায় ফুটবলকে তৃনমূলে কিভাবে উন্নয়ন করা যায় তা নিয়ে আলোচনা হয়। এছাড়া আগামিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে জেলা ও বিভাগ থেকে কাকে কাকে মনোনয়ন দেয়া যায় তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানানো হয়।
আগামী নির্বাচনে বাফুফের সভাপতি পদপ্রার্থী তরফদার রুহুল আমিন যশোরের পানিবন্দি স্টেডিয়ামের সংস্কারে জাতীয় ক্রীড়া পরিষদের সুপারিশ করবেন বলে জানান। যশোর স্টেডিয়ামকে সাইফ স্পোর্টিং ক্লাবের হোম ভেন্যু এবং ফুটবল একাডেমি করার চিন্তা আছে বলে জানান ক্লাবটির কর্ণধার।
শনিবার যশোর জেলা ক্রীড়া সংস্থার আমেনা খাতুন গ্যালারিতে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর।
এসময় উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ ফুটবল ক্লাবস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ মারুফ হোসেন, বাফুফের সাবেক সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব আশিকুর রহমান মিকুসহ বিভিন্ন জেলার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাফুফের কাউন্সিলরগণ।
খুলনা গেজেট/এনএম