অধিকৃত পশ্চিম তীরের গাজায় জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলী বাহিনীর গুলিতে প্যালেস্টাইনী সাংবাদিক শিরিন আবু আকলেহ’র মৃত্যুতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের সাংবাদিক সমাজ।
বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এক বিবৃতিতে বলেন, শিরিন আবু আকলেহ সাংবাদিক পরিচিতির ইউনিফর্ম পরে পেশাগত দায়িত্ব পালনের সময় ইসরাইলী সৈন্যরা সরাসরি তাঁর মাথায় গুলি চালায়। জর্ডানের বিশ্ববিদ্যলয় থেকে সাংবাদিকতায় ডিগ্রি নিয়ে শিরিন আল জাজিরার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁকে হত্যা করা স্বাধীন সাংবাদিকতার উপরই আক্রমন।
বিবৃতিতে তারা আরও বলেন, স্বাধীন ও মুক্ত গণমাধ্যম নিয়ে যারা কথা বলেন শিরিনের মৃত্যুতে সেই পশ্চিমা বিশ্বের নীরবতা বিস্ময়কর। তারা পশ্চিমা বিশ্বের এই দ্বিচারী ভূমিকার নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সাংবাদিকরা যেমন স্বাধীন প্যালেস্টাইন আন্দোলনকে সমর্থন করে তেমনি সেখানকার সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে তা’ নিশ্চিত করারও দাবি জানায়।
নেতৃবৃন্দ অধিকৃত প্যালেস্টাইনে কর্মরত সাংবাদিকদের প্রতি সংহতি জানান।