খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই একমাত্র সমাধান : ইইউ

গেজেট ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, কেবল ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠাই শান্তি আনতে পারে। লেবানন সফরকালে গাজা সংকট নিয়ে সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, আরব ও ইউরোপীয়রা এ শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করতে চায়।

গাজার আল আকসা হাসপাতাল থেকে সোমবার ব্রিটিশ সার্জন ড. নিক ম্যানার্ড বলেন, হাসপাতালটির অবস্থা খুবই খারাপ। দগ্ধ শিশুরা সেখানে চিকিৎসার জন্য আসছে। পর্যাপ্ত ব্যথানাশক নেই। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন, গাজায় ইসরায়েল একটি এতিম প্রজন্ম সৃষ্টি করছে।

ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় এ পর্যন্ত ২৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানায়, বাস্তুচ্যুত হয়েছেন গাজার মোট জনসংখ্যার ৯০ শতাংশ (১৯ লাখ ফিলিস্তিনি)। তারা প্রচণ্ড ঠান্ডার মধ্যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে চরম দুর্দশায় দিনাতিপাত করছেন। সেখানে খাবার, পানি, ওষুধ ও জ্বালানির তীব্র সংকট রয়েছে।

এ পরিস্থিতিতে তুরস্ক সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ইসরায়েল-ফিলিস্তিন ছাড়াও মধ্যপ্রাচ্যে তাঁর জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও মিসর সফর করার কথা রয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, দু’দিনে তাদের ৯ সেনা নিহত হয়েছেন। টাইমস অব ইসরায়েল জানায়, মধ্য গাজার বুরেইজে বিস্ফোরণে তারা নিহত হয়েছেন। তাদের মধ্যে সোমবার পাঁচজন নিহত হন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!