ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বাংলাদেশি গার্মেন্টস ব্যবসায়ী আনোয়ার হোসেনকে (৬৩) গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৫ মে) স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটে মেট্রোম্যানিলা টাফ্ট অ্যাভিনিউতে এ ঘটনা ঘটে। আনোয়ার মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাইচাইল এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
নিহতের প্রতিবেশী ফারুক হোসেন ঢাকা পোস্টকে বলেন, নিহত আনোয়ার হোসেন ১৯৯৬ সালে ফিলিপাইনে যান। পরে তিনি ওই দেশে গার্মেন্টস ব্যবসা শুরু করেন। ফিলিপাইনে গার্মেন্টস ব্যবসার একটা অ্যাসোসিয়েশন আছে। আনোয়ার সেই অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। তিনি ফিলিপাইনের পাসপোর্টধারী ছিলেন। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।
নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন বলেন, চার-পাঁচ মাস আগেও তিনি দেশে এসেছিলেন। সে দীর্ঘ ২৬ বছর ধরে ফিলিপাইনে ব্যবসা করছিলেন। তিনি ওইখানে বিয়ে করেছিলেন।
তিনি আরও বলেন, নিহত আনোয়ারের জানাজা ফিলিপাইনে অনুষ্ঠিত হয়েছে। তারপর তার লাশ ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয়েছে। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।
হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাস্তার পাশে ফুটপাত ধরে হাটার সময় সাদা টি-শার্ট পরিহিত আনোয়ারকে পেছন থেকে মাথায় গুলি করে একজন অস্ত্রধারী৷ ঘটনার পরপরই মাটিতে লুটিয়ে পড়েন আনোয়ার। আর সঙ্গে সঙ্গে দৌড়ে পালান ঘাতক।
নিহতের আত্মীয় নুরুল আমিন ও প্রতিবেশীরা বলেন, বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য নিয়ে ফিলিপাইনে বিক্রির ব্যবসা করে আসছিলেন আনোয়ার। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে অফিসে যাচ্ছিলেন তিনি। পথেই অস্ত্রধারী এক ব্যক্তি তাকে গুলি করে। গুলির পরপরই স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ দিকে এ ঘটনায় জড়িত একজনকে ফিলিপাইন পুলিশ আটক করেছে বলে জানিয়েছে নিহতের পরিবার। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন তারা।