খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  ধর্মকে কেন্দ্র করে দেশে এমন উন্মাদনা দেখতে চাই না : মির্জা ফখরুল
  কর ফাঁকির মামলায় খালাস পেলেন তারেক জিয়া
  জান্নাতুল ফেরদৌস হত্যা মামলায় আনিসুল হককে ৩ দিনের রিমান্ড মঞ্জুর
  খুলনা, বরিশালে আজ বৃষ্টি হতে পারে

ফিফা প্রীতি ম্যাচ খেলতে দেশ ছেড়েছে জামাল ভূঁইয়ার দল

ক্রীড়া প্রতি‌বেদক

ফিফা প্রীতি ম্যাচ খেলতে মালদ্বীপের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় দল। ২৪ মার্চ হবে ম্যাচটি। এ ম্যাচের মধ্য দিয়ে ১৮ বছরের জয়খরা কাটাতে চায় বাংলাদেশ। সেই সঙ্গে মালদ্বীপের বিপক্ষে জয়ের অনুপ্রেরণা নিয়ে মঙ্গোলিয়ার বিপক্ষেও জয় চান জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

তিনি বলেন, ‘অবশ্যই আমরা মালদ্বীপকে তাদের মাটিতে হারিয়ে রেকর্ড করতে চাই। সবশেষ টুর্নামেন্টেও তো বলা হয়েছিল আমরা মালদ্বীপকে ১৮ বছর ধরে হারাতে পারি না। আমরা কিন্তু ঠিকই জয় পেয়েছি।’

জামাল আরও বলেন, ‘অবশ্যই দুই ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই দুই ম্যাচে কোচ আমাদের পরখ করবেন, ম্যানেজমেন্ট আমাদের খেলা দেখবে। খেলোয়াড়দের জন্যও গুরুত্বপূর্ণ। কারণ অনেকদিন পর আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলছি।’

এদিকে ফিফা উইন্ডোর ম্যাচে আগামী ২৪ মার্চ মালদ্বীপের বিপক্ষে প্রথমবার ডাগআউটে নামবেন জাতীয় দলের নবনিযুক্ত কোচ হাভিয়ের কাবরেরা। মালদ্বীপকে ফেবারিট মেনে লড়াইয়ের আভাস দিয়েছেন তিনি।

কাবরেরা বলেন, ‘মালদ্বীপ শক্তিশালী দল। তাদের এই প্রজন্ম অনেক দিন ধরে একসঙ্গে খেলছে। পরিষ্কারভাবে তারা শক্ত অবস্থানে আছে, তবে আমরাও প্রস্তুত তাদের সঙ্গে ফাইট দিতে।’

২৪ মার্চ বাংলাদেশ মুখোমুখি হবে মালদ্বীপের। আর ২৯ মার্চ লড়বে মঙ্গোলিয়ার বিপক্ষে। প্রথম ম্যাচটি মালদ্বীপের মাটিতে খেলবে বাংলাদেশ। মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচটি হবে সিলেটে।

বাংলাদেশ স্কোয়াড

গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, আশরাফুল ইসলাম রানা ও শহিদুল আলম সোহেল।

ডিফেন্ডার: তারিক কাজী, টুটুল হোসেন বাদশা, রিমন হোসেন, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, ঈসা ফয়সাল, রায়হান হাসান ও নাসিরুল ইসলাম নাসির।

মিডফিল্ডার: জামাল ভুঁইয়া, মেরাজ হোসেন, সোহেল রানা, মাসুক মিয়া জনি ও আতিকুর রহমান ফাহাদ।

ফরোয়ার্ড: সুমন রেজা, বিপলু আহমেদ, জুয়েল রানা, রাকিব হোসেন, নাবীব নেওয়াজ জীবন, জাফর ইকবাল ও মোহাম্মদ ইব্রাহিম।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!