শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। পঞ্চাশ রান তোলার আগেই চার উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে টাইগাররা। সেই বিপর্যয় থেকে দলের হাল ধরেন সাকিব ও মুশফিক।
দুই অভিজ্ঞ ক্রিকেটারের ব্যাটে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। তবে হাফ সেঞ্চির তুলে আর বেশি দূর এগোতে পারলেন না সাকিব। ৩০তম ওভারের প্রথম বলে ফাহিম আশরাফকে উড়িয়ে মারতে গিয়ে সীমানার কাছে ফখর জামানের হাতে ধরা পড়েন তিনি। তাতে ভেঙেছে ১০০ রানের পঞ্চম উইকেট জুটি। সাজঘরে ফেরার আগে বাংলাদেশ অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৫৭ বলে ৫৩ রান। সাকিবকে হারানোর পর ফিফটি তুলে নেন মুশফিক।
বাংলাদেশ ৩২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬০ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা মুশফিকুর রহিম ৫৭ রান করেছেন। তার সঙ্গী শামীম ৪ রানে ব্যাট করছেন।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। অন্য সেঞ্চুরিয়ান মেহেদী মিরাজ পাকিস্তানের বিপক্ষে শূন্য করেছেন। রান পাননি লিটন-তাওহীদরা।
এই ম্যাচেও ওপেনিং করা মিরাজ ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে আউট হন। তিনে নামা লিটন ফিরে যান ১৬ রান করে। পরে নাঈম শেখ ২০ রান করে ও তাওহীদ হৃদয় ২ রান করে আউট হয়েছেন।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।
পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, সালমান আলী আঘা, ফাহিম আশরাফ, শাদাব খান (সহ-অধিনায়ক), শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।
খুলনা গেজেট/এমএম