খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে

ফিফটির পর ফিরলেন তামিম-মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৬ রানে সৌম্য সরকার ও লিটন দাসকে হারায় বাংলাদেশ। ওই চাপ তানজিদ তামিম ও মেহেদী মিরাজ সামলে নেন। ফিফটি করে তারা দু’জন আউট হওয়ায় কিছুটা চাপে সফরকারীরা।

বাংলাদেশ ৩৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০০ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন মাহমুদউল্লাহ ও জাকের আলী। এর আগে অধিনায়ক মিরাজ ১০১ বলে ৭৪ রান করে আউট হয়েছেন। ছয়টি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি। আফিফ হোসেন ২৮ রান যোগ করেন। এর আগে ওপেনার তানজিদ তামিম ৬০ বলে ৬০ রান করেন। ছয়টি চার ও তিনটি ছক্কা হাঁকান। মিরাজের সঙ্গে তার ৭৯ রানের জুটি হয়। ওপেনিংয়ে নামা সৌম্য ১৯ ও লিটন ২ রান করে ফিরেছেন।

ইনজুরির কারণে এই সিরিজে নিয়মিত অধিনায়ক নাজমুল শান্ত খেলতে পারছেন না। তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিমও নেই ইনজুরির কারণে। পারিবারিক কারণে ছুটি নিয়েছেন মুস্তাফিজ। সৌম্য-লিটনদের সামনে তাই ভালো ব্যাটিংয়ের চ্যালেঞ্জ ছিল।

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী মিরাজ, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শেই হোপ, শেরফান রুদারফোর্ড, জাস্টিন গ্রেভস, রোস্টন চেজ, রোমারিও শেইফার্ড, গুডাকেশ মতি, আলজারি জোসেপ, জাইডেন সিলস।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!