ইতিহাসে প্রথমবারের মত ফিকার সভাপতি হলেন কোনো নারী। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক লিসা স্থালেকার পেয়েছেন এই মর্যাদা। ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠক ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স এসোসিয়েশন বা ফিকা তাদের নতুন সভাপতির দায়িত্ব দিয়েছে এই ক্রিকেট তারকাকে।
ফিকার সভাপতি হতে সাধারণত আন্তর্জাতিক ক্রিকেটার হলেই চলে। তবে এতদিন শুধু পুরুষ ক্রিকেটাররাই পেয়েছেন এ দায়িত্ব। প্রথম নারী হিসেবে অস্ট্রেলিয়ার কিংবদন্তিতুল্য সাবেক এই প্রমীলা ক্রিকেটার ফিকার দায়িত্ব পেলেন।
সুইজারল্যান্ডের নিয়নে ফিকার কার্যনির্বাহী সভায় লিসাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতদিন এই দায়িত্ব পালন করেছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটার বিক্রম সোলানকি। এছাড়া বিগত দিনে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার ব্যারি রিচার্ডস ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার জিমি অ্যাডামস ফিকার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে লিসা বলেন, ‘ফিকার নতুন সভাপতি হতে পেরে আমি অত্যন্ত সম্মানিত ও রোমাঞ্চিত। আমরা খেলাটির নতুন একটি পর্যায়ে প্রবেশ করছি, যেখানে অন্য যেকোনো সময়ের চেয়ে আমাদের পুরুষ ও নারী ক্রিকেটাররা বেশি গুরুত্ব পাচ্ছে। অনেক দেশ এখন ক্রিকেট খেলছে, এটি প্রমাণ করে, ক্রিকেট অবশ্যই একটি বৈশ্বিক খেলা হয়ে উঠছে।’
২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর অস্ট্রেলিয়ার হয়ে ১৮৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন লিসা। তার জন্ম হয়েছিল ভারতের মহারাষ্ট্রে। ৪২ বছর বয়সী এই তারকা ২০১০ সালে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন।