পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ১৫৩ রানের লক্ষ্য দিলো নিউজিল্যান্ড। বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ড্যারিল মিচেলের হাফ সেঞ্চুরিতে ৪ উইকেটে ১৫২ রান করেছে তারা।
টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই উইকেট হারায় নিউজিল্যান্ড। শাহীন আফ্রিদির বলে ব্যাট চালিয়ে লাইন মিস করেন ফিন। তাকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ৩ বলে ৪ রান করে মাঠ ছাড়েন ফিন।
এরপর ভালোই খেলছিলেন উইলিয়ামসন-কনওয়ে। তবে মিডঅফে সিঙ্গেল নিতে গিয়ে সরাসরি থ্রোয়ে স্টাম্প ভেঙেছেন শাদাব খান। কনওয়ে ফিরেছেন ২০ বলে ২১ রান করে। এরপর দুই প্রান্ত থেকেই স্পিন আনেন বাবর। পাক স্পিনার নওয়াজে ঘায়েল হয়েছেন গ্লেন ফিলিপ্স। ৮ বলে ৬ রান করেন তিনি।
৪৯ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। সেই চাপ কাটাতে প্রতিরোধ গড়েন উইলিয়ামসন। মিচেলের সঙ্গে গড়েন ৬৮ রানের জুটি। এই জুটিতে মূলত লড়াইয়ের ভিত গড়ে নিউজিল্যান্ড। ১৭ ওভারে ফের বল হাতে এসে এই জুটি ভাঙেন আফ্রিদি। তুলে নেন কিউই অধিনায়ককে। ৪২ বলে ৪৬ করে মাঠ ছাড়েন উইলিয়ামসন।
শেষ দিকে মিচেলের ৩৫ বলে ৫৩ রানের ইনিংসের কারণে মোটামুটি লড়াই করার সংগ্রহ পায় কিউইরা। এবার এই ১৫২ রান টপকে যেতে পারলেই বিশ্বকাপের ফাইনালের টিকেট পেতে পারে বাবর আজমের দল।
পাকিস্তান দল: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ ও শাহিন আফ্রিদি।
নিউজিল্যান্ড দল: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।