ফাইনালে যেতে তামিমদের দরকার ১৬৪ রান তামিম একাদশের মোহাম্মদ সাইফউদ্দিন দুর্দান্ত বোলিংয়ে ৫টি উইকেট নেন। ছবি: শোয়েব মিথুন বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে যেতে তামিম একাদশের প্রয়োজন ১৬৪ রান। টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে তামিমদের ১৬৪ রানের টার্গেট বেধে দিয়েছে নাজমুল একাদশ।
বৃষ্টির কারণে ৪১ ওভারে নামিয়ে আনা ম্যাচে মোহাম্মদ সাইফউদ্দিনের দুর্দান্ত বোলিংয়ে ১৬৫ রানে অলআউট নাজমুলের দল। তবে বৃষ্টি আইনে দুই রান কমে তামিম একাদশের টার্গেট দাঁড়ায় ১৬৪ রান।
মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে প্রতি ম্যাচের মতো শুরুতেই টপঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা দেখা যায়। ২৫ রান তুলতেই প্যাভিলিয়নে ফেরত যান সৌম্য সরকার (৭), পারভেজ হোসেন ইমন (১০) ও নাজমুল হোসেন শান্ত (৫)।
চতুর্থ উইকেট জুটিতে মুশফিকুর রহিম ও আফিফ হোসেন দলের চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। ১৫ ওভারে ৩ উকেকেটে ৫৪ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টার বেশি সময় খেলা বন্ধ থাকার পর খেলা আবার শুরু হয়। ৫০ ওভারের ম্যাচ ৪১ ওভারে নামিয়ে আনা হয়।
মুশফিক ও আফিফ বেশ আস্থার সঙ্গেই ব্যাট করতে থাকেন। ৫০ রানের জুটি গড়েন তারা। ৭৪ বলে অর্ধশতক তুলে নেন মুশি। তবে ইনিংস বেশি বড় করতে পারেননি তিনি। ফিফটি কররা পরের বলেই দলীয় ১১৫ রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান মুশফিক (৫১)। ভাঙে ৯০ রানের চতুর্থ উইকেট জুটি। তবে এরপর আর কোনো ব্যাটসম্যান বড় রান করতে পারেনি। শেষ পর্যন্ত ৩৯.৩ ওভারে ১৬৫ রানে অলআউট হয় নাজমুল একাদশ। তামিম একাদশের মোহাম্মদ সাইফউদ্দিন ৫টি, মোস্তাফিজুর রহমান ৩টি ও শেখ মেহেদি হাসান ২টি উইকেট নেন।
খুলনা গেজেট/এএমআর