ফরিদপুরের বাখুন্ডায় করিম গ্রুপের মালিকানাধীন জোবাইদা করিম জুট মিলে আগুন লেগেছে। রোববার (১৪ মে) দুপুর ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে এখনও আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে ফরিদপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সুভাষ বাড়ৈ বলেন, জুটমিলের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।
খুলনা গেজেট/ এসজেড