ফরাসী প্রেসিডেন্ট কর্তৃক ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদ (সঃ) কে অবমাননার প্রতিবাদে বাগেরহাটের শরণখোলায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশ থেকে দেশব্যাপি সকল মুসলমান ও শান্তিপ্রিয় মানুষকে সব ধরনের ফরাসী পণ্য বর্জনের আহবান জানানো হয়।
শরণখোলা প্রেসক্লাবের সামনে সকাল দশটায় শুরু হওয়া এ সমাবেশে দলে দলে মানুষ মিছিল সহকারে যোগদান করে।
প্রধান অতিথি হিসেবে যোগদান করে উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দীন আকন শান্ত বলেন, ইসলামের সর্বশ্রেষ্ঠ নবীকে কোন ধরনের অপমান কোন মুসলমান মেনে নিতে পারে না। আমাদের সরকারও সব ধরনের ঘৃণার বিপক্ষে। ফরাসী সরকার ক্ষমা চেয়ে এ ধরনের ঘৃণ্য কাজ বন্ধ না করা পর্যন্ত আমরা সকল ধরনের ফরাসী পণ্য বয়কট করব।
খুলনা গেজেট/এনএম