আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সংঘর্ষে পুলিশসহ পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ফতুল্লার বক্তাবলী আকবরনগর গ্রামে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অতিরিক্ত পুলিশ সুপার নামজুল হাসান জানান, পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আকবরনগরের সামেদ আলী গ্রুপ ও জাকির গ্রুপের লোকজনের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
দুই পক্ষকে থামাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে তারা। পরে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি রেজাউল হক বলেন, ‘দুই গ্রুপের সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।