খুলনা, বাংলাদেশ | ২৩ মাঘ, ১৪৩১ | ৬ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  প্রাথমিকে ৬৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ হাইকোর্টে বাতিল
  ঘন কুয়াশায় গোপালগঞ্জে চার গা‌ড়ির সংঘর্ষ, নিহত ১, আহত অন্তত ২০
  সকালেও চলছে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার কাজ

ফকিরহাটে ৮ দলীয় ক্রিকেটে মৌভোগের ৩নং ওয়ার্ড চ্যাম্পিয়ন

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটে মৌভোগ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় সবুজ সংঘ আয়োজিত দ্বিতীয় তম ৮ দলীয় আন্ত:ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় ইউনিয়নের ৩নং ওয়ার্ড বনাম ৫নং ওয়ার্ড মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করতে নেমে ৩নং ওয়ার্ড ৮ উইকেটে ১৮৯রান করে। এর জবাবে ৫নং ওয়ার্ড সব উইকেট হারিয়ে মাত্র ৯৩ রান করে। এর সুবাদে ৩নং ওয়ার্ড বিপুল রানের ব্যবধানে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন ফরহাদ শেখ ও জিহাদ শেখ।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজি মো: মহসিন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোজাহিদুর রহমান মুজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরদার আমিনুর রশিদ মুক্তি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: জাহাঙ্গির হোসেন, কাষ্টম ইন্সপেক্টর অরবিন্দ মালী, এএসআই মো:মিজানুর রহমান মো: ফিরোজ আহম্মেদ।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলী আজগর শেখ, মো: হান্নান শাহ, নাজমা বেগম, যুবলীগ নেতা আ:মান্না শেখ, শ্রমিকলীগ নেতা মোহম্মদ আলী, সুবজ সংঘের সভাপতি মো: ফারুক হোসেন, সাধারন সম্পাদক আবু বক্কার, সদস্য শরিফ শেখ, জহিরুল ইসলাম নজু, জীমি, রানা প্রমূখ।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!