ফকিরহাটে ক্ষতিগ্রস্থ ২৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিন্যামূল্যে রোপা আমন ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এসব কৃষকদের ধানের বীজ ও সার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান বাবু।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে রোপা আমন ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতিক রেমালে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পুর্নবাসন কর্মসূচির আওতায় খরিফ-২ মৌসুমে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক বিতরন করা হয়েছে। এদিন কৃষক প্রতি ৫ কেজি ধানের বীজ ও ১০ কেজি করে সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইমরুল হাসান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন। এসময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এএজে