বাগেরহাটের ফকিরহাটে র্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে। রবিবার (৩১ ডিসেম্বর) র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযানে একটি বিদেশী পিস্তল, তিনটি দেশীয় ওয়ান শুটারগান, পাঁচ রাউন্ড গুলি, একটি পিস্তল কভার এবং ১৩টি ককটেল উদ্ধার করেছে র্যাব-৬।
র্যাব জানায়, অভিযান চলাকালীন র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য রেখে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। ককটেলগুলি শক্তিশালী বিস্ফোরক দ্বারা তৈরী করা বলে প্রাথমিক ধারণা করা হয়েছে, যা কোন যানবাহনে বিস্ফোরিত হলে আগুন ধরে যাওয়া, আরোহীদের গুরুতর আহত এমনকি নিহত হওয়ারও সম্ভাবনা রয়েছে।
এছাড়াও উদ্ধারকৃত ককটেলগুলি নাশকতার কাজে ব্যবহার হওয়ার সম্ভাবনা ছিলো বলে ধারণা করা হচ্ছে৷
উদ্ধারকৃত ককটেল র্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিটের সহায়তায় নিষ্ক্রিয় করা হয়েছে ও অস্ত্র-গোলা ফকিরহাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জ্ঞপ্তিতে জানানো হয়।
খুলনা গেজেট/ টিএ