ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের বৈলতলী পশ্চিমপাড়া এলাকায় একটি পরিবারের কয়েকটি ঘরের ও বিভিন্ন স্থানে রহস্যজনক ভাবে খন্ড খন্ড অগ্নিকান্ডের ঘটনা ঘটছে । প্রতিনিয়ত এমন ঘটনায় পরিবারের সদস্যরা আতংকিত ও চিন্তিত হয়ে পড়েছে। খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ায় ওই বাড়ীতে শত শত মানুষ ভিড় করছে।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, বৈলতলী গ্রামের মৃত মতিয়ার রহমানের সন্তানরা পাশাপাশি বসবাস করে আসছেন। গত দুই সপ্তাহ ধরে তাদের বাড়ীর বিভিন্ন স্থানে রহস্যজনকভাবে অগ্নিকান্ডের ঘটনা চলছে।
গত দুই সপ্তাহ পূর্বে প্রথম অগ্নিকান্ডের ঘটনা ঘটে স্কুল শিক্ষক শাফিয়ার মোড়লের একটি আম গাছে। এরপর আব্বাস মোড়লের খড়ের গাদায়, সোহবান মোড়লের রান্নাঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এরপর থেকে বিভিন্ন স্থানে আগুনের ঘটনা ঘটেই চলেছে। কিভাবে আগুনের সূত্রপাত ঘটছে তা সঠিকভাবে কেউ বলতে পারছেনা।
ঘটনার শুরু থেকে বাড়ীর বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন রয়েছে। অনেকেই এটাকে অলৌকিক ঘটনা দাবী করছে ।
এ ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার (২০ মে) রাতে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো: খায়রুল আনাম, ফায়ার সার্ভিসের একটি দল ও পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম বাড়িটি পরিদর্শন করেন।