ফকিরহাটে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং মানসা বাজার শাখায় টাকা চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ব্যাংকের সাটারের তালা ভেংগে সাড়ে চার লাখ টাকা ও দু’টি টোকেনের ডিভাইজ চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং মানসা শাখার পরিচালক মো. রফিকুল ইসলাম জানান, শুক্রবার (১৮ আগষ্ট) দিবাগত গভীর রাতের কোন এক সময় দুর্বৃত্তরা সাটারের তালা ভেংগে ব্যাংকের ভিতর প্রবেশ করে।
এরপর স্টিলের আলমারীর তালা ভেংগে ক্যাস ড্রয়ের থেকে ৪ লাখ ৫৯ হাজার টাকা ও ব্যাংকের ২টি টোকেনের ডিভাইজ চুরি করে নিয়ে গেছে। দুর্বৃত্তরা যাওয়ার সময় সাটারে নতুন একটি তালা লাগিয়ে গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান তিনি।
শনিবার (১৯ আগষ্ট) সকালে ব্যাংক কর্তৃপক্ষ ঘটনাটি দেখে পুলিশকে জানান। খবর পেয়ে বাহিরদিয়া ক্যাম্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু আলীমুজ্জামান বলেন, মৌখিকভাবে বিষয়টি তিনি জেনেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ব্যাংক কর্তৃপক্ষের কেউ অভিযোগ করলে সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
খুলনা গেজেট/ বিএম শহিদুল