বাগেরহাটের ফকিরহাটে ট্রলী ও ভ্যানগাড়ির সংঘর্ষে মোঃ আজগর আলী হাওলাদার (৬০) নামে ভ্যান চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
এসময় ভ্যানের যাত্রী বিটু বালা গুরুত্বর আহত হয়। অবস্থা আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে।
নিহত ভ্যান চালক মোঃ আজগর আলী হাওলাদার গোপালগঞ্জ জেলা সদরের নিসুপাড়া গোহাটি এলাকার আলী হাওলাদারের ছেলে। আহত বিটু বালা একই এলাকার বাসু বালার ছেলে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবরত রায় বলেন, ফলতিতা নামক স্থানে ট্রলী ও ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক মোঃ আজগর আলী হাওলাদার নিহত হন। নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে ট্রলির চালক পলাতক রয়েছে।
খুলনা গেজেট/এনএম