খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

ফকিরহাটে জুয়েলার্সের দোকানে দুর্ধর্ষ চুরি

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট সদর বাজারে অবস্থিত ইসলামিয়া জুয়েলার্সের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতের কোন এক সময় চোরেরা ওই দোকানের পিছনের সাটারের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এরপর সিন্দুকের তালা ভেঙ্গে সকল স্বর্ণালংকার ও রুপার গহনা চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইসলামিয়া জুয়েলার্সের মালিক মো. সবুজ বিশ্বাস হিরন জানান, তার দোকান থেকে ২৫ ভরি স্বর্ণলংকার ও ১৫০ ভরি রুপার গহনা চুরি হয়েছে। চুরির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ মু. আলীমুজ্জামান চুরির ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে থানায় মামলা নেয়া হবে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!