খুলনা, বাংলাদেশ | ১৪ মাঘ, ১৪৩১ | ২৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বেতনের সাথে অবসর ভাতা দেয়াসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় আজ মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা রেলের রানিং স্টাফদের
  ঢাবির প্রো-ভিসির পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাত কলেজের শিক্ষার্থীদের

ফকিরহাটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটে করোনা আক্রান্ত হয়ে ৬০বছর বয়স্ক মোহম্মদ আলী সরদার মারা গেছেন। মৃতের স্বজনরা জানিয়েছেন তিনি রবিবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি করোনা আক্রান্ত হয়ে গত ১জুলাই হাসপাতালে ভর্তি হন।

এছাড়া পিলজংগ এলাকায় দুই জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। ফকিরহাটে এদিন নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩০জন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার জানান, রবিবার ৫২জনের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। নমুনা পরীক্ষায় ৩০জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫৮শতাংশ।

এদিকে স্বাস্থ্যবিধি না মানায় উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে গেছে বলে স্বাস্থ্য বিভাগ ও সচেতন মহল জানিয়েছেন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!