খুলনা, বাংলাদেশ | ১৪ মাঘ, ১৪৩১ | ২৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বেতনের সাথে অবসর ভাতা দেয়াসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় আজ মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা রেলের রানিং স্টাফদের
  ঢাবির প্রো-ভিসির পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাত কলেজের শিক্ষার্থীদের

ফকিরহাটে কঠোর বিধিনিষেধ অমান্য করায় জেল ও জরিমানা

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটে কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করে অযথা ঘোরাফেরা করায় ১জনকে জেল ও ৮জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সরকার ঘোষিত সাত দিনের কঠোর লকডাউনের ৪র্থ দিনে ফকিরহাটে বিধিনিষেধ বাস্তবায়নে একযোগে মাঠে নেমেছে সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেট, পুলিশ ও জনপ্রতিনিধিসহ আইনশৃখংলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম বলেন রবিবার (৪ জুলাই) বেলা ১১টার সময় বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কঠোর বিধিনিষেধ অমান্য করায় মটরসাইকেল আরোহী ফরহাদ হোসেন (২৫) কে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একই সময়ে ৮জনকে ১৩হাজার ৩শত টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে ফকিরহাটে লকডাউনের ৪র্থ দিনেও রাস্তাঘাট ও বাজার গুলোতে মানুষের চলাচল কম দেখা গেছে। জরুরী সেবাদানকারী দোকানপাট ছাড়া সকল অন্যান্য দোকানপাট ও মার্কেট বন্ধ দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা খাকলেও ক্রেতা ছিল খুবই কম। সড়কে ইঞ্জিনচালিত যানবাহন চলাচল করতে দেখা যায়নি। শুধুমাত্র জরুরি প্রয়োজনে অল্প সংখ্যক ভ্যান চলতে দেখা গেছে। তবে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট দিয়ে বয়ে যাওয়া সড়কে পন্যবাহী ট্রাক ও কাভার ভ্যান চলতে দেখা গেছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!