খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন
  কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, নিহত ৩

প্রেমিকার হাতে বিয়ের আংটি দেখে প্রেমিকের আত্মহত্যা!

নিজস্ব প্রতি‌বেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। যুবক তার প্রেমিকার হাতে বিয়ের আংটি দেখে অভিমানে বিষপান করে। নিহতের নাম সবুজ হোসেন (২০), সে রামচচন্দ্রপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

জানা যায়, গত বুধবার প্রেমিকার হাতে বাগদানের আংটি দেখে কষ্টপেয়ে হয়ে পরদিন বিষপান করেন সবুজ। তাকে প্রথমে হরিণাকুন্ডু ও পরে অবস্থার অবনতি ঘটছে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তির পর শুক্রবার মধ্যরাতে তিনি মারা যান।

গ্রামবাসী বলছে, স্থানীয় একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল সবুজের। ক’দিন আগে মেয়েটিকে পচ্ছন্দ করে আংটি পরিয়ে যায় ছেলে পক্ষ। দীর্ঘদিনের প্রেমিক পর অন্য ছেলেকে বিয়েতে প্রেমিকার সম্মতি থাকায় সবুজ চরমভাবে ব্যাথিত হয়ে বিষপান করে।

এ বিষয়ে হরিণাকুন্ডুু থানার ওসি সাইফুল ইসলাম জানান, প্রেমঘটিত কারণে তিনদিন আগে ছেলেটি বিষপান করে হাসপাতালে ভর্তি ছিল। তার মৃত্যুর খবর শুনেছি। তবে লাশ এখনো গ্রামের বাড়িতে আসেনি।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!