খুলনা, বাংলাদেশ | ৩ মাঘ, ১৪৩১ | ১৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু

প্রায় দু’যুগ পর টেস্ট খেলতে অস্ট্রেলিয়া যাবে টাইগাররা

ক্রীড়া ডেস্ক

আগামী দুই চক্রের জন্য বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) প্রায় চূড়ান্ত করে ফেলেছে। আইসিসি এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আগামী চার বছরে অন্তত ৩৪টি টেস্ট খেলবে বাংলাদেশ। এছাড়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ২০০৩ সালের পর প্রায় দুই যুগ পর টেস্ট খেলতে অস্ট্রেলিয়া সফর করবে টাইগাররা।

ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী দুই চক্রের চার বছরে ছয়টি করে মোট ১২টি সিরিজে ৩৪টি টেস্ট খেলবে বাংলাদেশ। এছাড়া অন্যান্য বোর্ডের সাথে আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজও আয়োজন করতে পারবে বিসিবি।
আইসিসি টেস্ট চ্যাম্পিনয়শিপের ২০২৩-২০২৫ চক্রে তিনটি হোম ও তিনটি অ্যাওয়ে সিরিজ খেলবে টাইগাররা। ঘরের মাঠে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকাকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। আর বিদেশের মাটিতে টেস্ট খেলতে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান সফর করবে টাইগাররা।
এদিকে ২০২৫-২০২৭ চক্রে প্রায় দুই যুগ পর টেস্ট খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ টেস্ট খেলেছিল টাইগাররা। এই চক্রে অস্ট্রেলিয়া ছাড়াও দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ। আর ঘরের মাঠে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল।

২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত সবচেয়ে বেশি ৪২টি টেস্ট খেলবে ইংল্যান্ড। এছাড়া অস্ট্রেলিয়া ৪১টি ও ভারত ৩৮টি টেস্ট খেলবে। এই তিন দল ছাড়া দুই চক্রে ৩০টির বেশি টেস্ট খেলবে কেবল বাংলাদেশ ও নিউজিল্যান্ড। চার বছর বাংলাদেশ ৩৪টি ও নিউজিল্যান্ড ৩২টি টেস্ট খেলবে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!