খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫, আহত ১০
  মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ চলছে, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

প্রাথমিকে সহকারী প্রধান শিক্ষক পদ সৃজনের বিরুদ্ধে নগরীতে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়ন দাবিতে এবং ’সহকারী প্রধান শিক্ষক’ পদ সৃজনের সুপারিশের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে ‘১০ম গ্রেড বাস্তবায়ন কমিটি’র ব্যানারে খুলনা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, গত ১৬ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ৯ হাজার ৫৭২টি সহকারী প্রধান শিক্ষক পদ সৃজনের যে সুপারিশ করা হয়েছে, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। প্রাথমিকের সংস্কার কমিটি ছাড়াই বৈষম্যমূলক এই সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছে। আমরা এই সহকারী প্রধান শিক্ষক পদ চাই না। আমরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অধিকার দশম গ্রেড বাস্তবায়ন চাই।

সমাবেশে বক্তারা আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন না করে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করা একটা প্রহসন। মেধাবীদের প্রাথমিক সেক্টরে ধরে রাখতে দশম গ্রেড বাস্তবায়নের বিকল্প অন্য কোন কিছু হতে পারে না। মেধাবীরা প্রাথমিক সেক্টরে আসলে প্রাথমিক শিক্ষার মান পাল্টে যাবে। যা দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা পালন করবে।

বক্তারা বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান, অথচ বেতন গ্রেড ১৩তম। অন্যদিকে সমযোগ্যতায় মাধ্যমিকের সহকারী শিক্ষক, পুলিশের উপপরিদর্শক, পিটিআই–সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকেরা, এমনকি উপজেলা রিসোর্স সেন্টারে (ইউআরসি) কম্পিউটার অপারেটর দশম গ্রেডে বেতন পাচ্ছেন। এইচএসসি সমমান ডিপ্লোমা পাসে নিয়োগপ্রাপ্ত নার্সদের বেতন দশম গ্রেডে। কৃষি ডিপ্লোমায় নিয়োগ পাওয়া উপসহকারী কৃষি কর্মকর্তা বেতন পাচ্ছেন দশম গ্রেডে। তাহলে স্নাতক সম্পন্ন করে নিয়োগ পাওয়া প্রাথমিকের শিক্ষকেরা কেন দশম গ্রেড পাবেন না?
মানববন্ধন থেকে শিক্ষকেরা দ্রুত সহকারী প্রধান শিক্ষক পদ বাতিল এবং তাঁদের জন্য দশম গ্রেডে বেতন স্কেল নির্ধারণ ও বাস্তবায়নের দাবি জানান।

কৈলাশগঞ্জ দোলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চম্পক কুমার সরদারের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক মো. সোলায়মান সরদার, গোবিন্দ ঢালী, তৌহিদ সুমন, আদিত্য মন্ডল, খাদিজা সুলতানা, ফাল্গুনী মন্ডল, সুমাইয়া ইসলাম, কল্যাণ মন্ডল, ওহিদুল ইসলাম, দয়াল হরিপাল, আসাদুল ইসলাম, টুম্পা বৈরাগী, চৈতালি কর, সুরাইয়া ইয়াসমিন প্রমুখ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!