জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর খুলনা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে খুলনার বটিয়াঘাটা উপজেলার মুহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকাসহ ৬টি ক্যাটাগরিতে সেরা হয়েছে খুলনা জেলা থেকে।
প্রাথমিক শিক্ষা পদক বিভাগীয় বাছাই কমিটির সভাপতি ও বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। জেলা পর্যায়ের শ্রেষ্ঠ হয়ে তারা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেন। গত ৩ অক্টোবর খুলনা পিটিআইয়ের বিভাগীয় পর্যায়ের এই বাছাই অনুষ্ঠিত হয়।
চিঠিতে দেখা গেছে, বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ সহকারি শিক্ষক হয়েছেন পাইকগাছার তেলিখালি স.প্রা.বি’র মিলন সরকার, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হয়েছেন খুলনা সদরের পূর্ব বানিয়াখামার স.প্রা.বি’র দিলরুবা ইয়াসমিন, শ্রেষ্ঠ এসএমসি হয়েছেন খুলনার জাহানগর স.প্রা.বি’র সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, শ্রেষ্ঠ কাব শিক্ষক হয়েছেন চৌগাছা মডেল স.প্রা.বি’র মহিদুল ইসলাম, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন মাগুরা সদরের ভিটাসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (স.প্রা.বি) পংকজ কান্তি আইচ, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হয়েছেন চুয়াডাঙ্গা সদরের বোয়ালমারি স.প্রা.বি’র সালমা সুলতানা।
শ্রেষ্ঠ কর্মচারী আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসের হাসান আলী, শ্রেষ্ঠ সহকারী জীবনগরের আবু হাসান, শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার বাগেরহাট সদরের রুহুল কুদ্দুস তালুকদার, শ্রেষ্ঠ পিটিআই খুলনা পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মোল্লা ফরিদ আহমেদ, শ্রেষ্ঠ পিটিআই ইন্সট্রাক্টর খুলনার সঞ্জয় মন্ডল,
শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নড়াইলের জাহাঙ্গীর আলম, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মোরেলগঞ্জের এস এম তারেক সুলতান, শ্রেষ্ঠ জেলা প্রশাসক মাগুরার আবু নাসের বেগ এবং শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হয়েছেন গাংনীর এম এ খালেক।
খুলনা গেজেট/এইচ