প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট বালক-বালিকা খুলনা বিভাগীয় পর্যায়ে সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।
প্রাথমিক শিক্ষা অফিসের খুলনা বিভাগীয় উপ-পরিচালক ড. মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য, সিনিয়র সাংবাদিক ও ক্রীড়াবিদ শেখ দিদারুল আলম, খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার (অপস্) মো. রিয়াজুল কবীর, কেএমপির সহকারি কমিশনার মো. আজম খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা বকতিয়ার রহমান গাজী, প্রাথমিক শিক্ষা খুলনা অফিসের সহকারি পরিচালক মো. ফজলে রহমান, খুলনা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক উপ-পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মিলন, বাংলাদেশ স্কাউটস খুলনার সহকারি পরিচালক দয়াময় হালদার, মাউশি’র খুলনা অফিসের হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মোস্তাফিজুর রহমানসহ প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট বালক-বালিকা খুলনা বিভাগীয় পর্যায়ের খেলা আগামী ১১ ফেব্রুয়ারি থেকে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া লটারির মাধ্যমে খেলার সূচি নির্ধারণ করা হয়। সভায় টূর্নামেন্ট সফলে সকলের সহযোগিতা কামনা করা হয়।