খুলনা, বাংলাদেশ | ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নিহত ৫, গুরুত্বর আহত আরও ১০
  জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের রায় আগামী ২৭ মে
  মধ্যরাতে ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে যে ৪ দলের জয়

ক্রীড়া প্রতিবেদক

তারুণ্যের উৎসব উদযাপনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল বালক-বালিকা টূর্নামেন্টের উদ্বোধনী দিনে ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে বালক বিভাগে খুলনার কয়রা দেয়াড়া অন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মেহেরপুর গাংনীর রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ও সাতক্ষীরা তালার লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪ -৩ গোলে কুষ্টিয়া ভেড়ামারার পরানখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা বিভাগে মেহেরপুর সদরের শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে খুলনার কয়রা বেদকাশী বড় বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ও সাতক্ষীরা শ্যামনগর পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮-০ গোলে কুষ্টিয়া খোকসার চকহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেছে।

সকালে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেব প্রসাদ পাল। বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের এ্যাডিশনাল ডিআইজি মো. বেলায়েত হোসেন। সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ড. মো. শফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো. আবুল হোসেন হাওলাদার, ডিএসএ সদস্য মোল্লা খায়রুল ইসলাম ও জেলা ক্রীড়া কর্মকর্তা মো. বখতিয়ার রহমান গাজী প্রমুখ।

খুলনা গেজেট/এম মিলন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!