বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়েই যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসের বিশ্বে মোট প্রাণহানি ৪৩ লাখ ১৫ হাজার ছাড়ালো। সোমবারও মৃত্যুবরণ করেন ৮ হাজারের কাছাকাছি মানুষ।
যুক্তরাষ্ট্রে টানা পঞ্চমদিনের মতো লাখের ওপর মানুষের দেহে নতুনভাবে শনাক্ত হলো সংক্রমণ। সোমবারও মৃত্যুবরণ করেছেন ৩১৯ জন।
মার্কিন স্বাস্থ্যবিদদের অভিমত, ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে দ্রুত বিস্তারলাভ করছে করোনা। তবে প্রাণহানির দিক থেকে এখনও শীর্ষে ইন্দোনেশিয়া।
একদিনে আরও দেড় হাজারের মতো মানুষের মৃত্যু দেখলো এশিয়ার দেশটি। এদিন, রাশিয়ায় ৭৬৯, ইরানে ৫৮৮, আর্জেন্টিনায় ৫০২ ও ভারতে ৩৭৬ জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়। মোট শনাক্ত ২০ কোটি ৪১ লাখের কাছাকাছি।
খুলনা গেজেট/কেএম