পুরুষ ক্রিকেটে আইসিসি ইভেন্ট আয়োজনের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হবে ২০৩১ সাল পর্যন্ত, যখন ভারতের সাথে যৌথভাবে আয়োজন করবে ওয়ানডে বিশ্বকাপ। তবে তার আগে, খুব শীঘ্রই বাংলাদেশে বসছে নারীদের ক্রিকেটের বিশ্ব আসর। ২০২৪ সালে আইসিসি প্রমীলা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে ২০১৪ সালে বাংলাদেশে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। এ নিয়ে দ্বিতীয়বারের মত সংক্ষিপ্ততম ফরম্যাটে নারীদের বিশ্ব আসর আয়োজন করবে বাংলাদেশ।
এছাড়া ২০০৯ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা ইংল্যান্ড ২০২৬ সালে আবারও নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। ২০২৫ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে ভারত। ২০২৭ সালে আইসিসি প্রমীলা টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে শ্রীলঙ্কা।
এবারও বিডিং প্রক্রিয়ার মাধ্যমে টুর্নামেন্টগুলোর আয়োজক দেশ ও বোর্ড নির্বাচন করা হয়েছে। আইসিসির বোর্ড সভায় ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে আয়োজক হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ খবর। নারীদের ক্রিকেটের পরিসর যখন বৃদ্ধি পাচ্ছে তখন প্রধান টুর্নামেন্টগুলোর একটি আয়োজনের এই সুযোগ দেওয়ায় আমি বিসিবির পক্ষ থেকে আইসিসি বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই।’ এই বৈশ্বিক আসর বাংলাদেশের নারী ক্রিকেটকে এগিয়ে নিতে ও নারীদের ক্রিকেটে উদ্বুদ্ধ করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিসিবির প্রমীলা ক্রিকেট বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল সিলেটে অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/এমএম