খুলনা, বাংলাদেশ | ১৯ মাঘ, ১৪৩১ | ২ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  বিএনপির দুই গ্রুপের বিরোধে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ৪ দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লী যাচ্ছেন ড. মসিউর রহমান

‌নিজস্ব প্রতি‌বেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে আজ সোমবার (৫ সেপ্টেম্বর) ৪ দিনের রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন দিঘলিয়ার কৃতি সন্তান, এক সময়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব, বিশিষ্ট অর্থনীতিবিদ, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।

সকাল ১০টায় হযরত শাহাজালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রীসহ তার সফরসঙ্গী দিল্লীর উদ্দেশ্যে রওনা দিবেন বলে অর্থনৈতিক উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা খুলনা গেজেটকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রীসহ তার সফরসঙ্গীরা ভারতের নয়াদিল্লী যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর ভারত সফরকালে দু’দেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ভারতের রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দ্রাবাদ হাউজে অনুষ্ঠিত হবে।

বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ সব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

এর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, বিদ্যুৎ জ্বালানি খাতে সহযোগিতা, গণযোগাযোগ, অভিন্ন নদীর পানি বণ্টন, নদীর অববাহিকাভিত্তিক পানি সম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত সুরক্ষা, নিরাপত্তা সহযোগিতা, মাদক চোরাচালান ও মানবপাচার রোধ প্রভৃতি অধিক গুরুত্ব পাবে।

উক্ত সফরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলে মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা সহ (সর্ব মাননীয়) পররাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, রেলমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন।

বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক উক্ত বৈঠক, বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি, সফল রাষ্ট্রনায়ক, মাদার অব হিউম্যানিটি, কারিশম্যাটিক লিডার, বাংলাদেশের জনগনের বিশ্বাস ও আস্থার একমাত্র ঠিকানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র যোগ্য-দক্ষ নেতৃত্বে নয়াদিল্লীর এ সফর সফলতা বয়ে আনবে বলে কুটনৈতিক মহলের প্রত্যাশা।

 

খুলনা গে‌জেট/ একরামুল/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!