কেশবপুরে ভূমি ও গৃহহীন ৮০টি পরিবার পেলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর। মঙ্গলবার (১১জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমির দলিলসহ বাড়ি হস্তান্তর করেন।
কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহসভাপতি তপন কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান প্রমুখ।
খুলনা গেজেট/এএজে