খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

প্রধানমন্ত্রী দেশের হাসপাতালে চোখ দেখান, এমপিরা যান সিঙ্গাপুরে: স্বাস্থ্যমন্ত্রী

গেজেট ডেস্ক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোখ দেখাতে যান আমাদের দেশের জাতীয় চক্ষু ও বিজ্ঞান ইনস্টিটিউটে। কিন্তু এমপি সাহেবরা যদি একটা বোন কাটতে সিংগাপুর চলে যান, তাহলে তো দেশের মানুষের চিকিৎসা সেবায় আস্থা আসবে না। এমপি সাহেবরাও যদি নিজ এলাকার হাসপাতালে চিকিৎসা নেন তবে সাধারণ মানুষের দেশের স্বাস্থ্যসেবায় আস্থা ফিরে আসবে। এতে কোনো সন্দেহ নেই।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশের এসডিজি এবং ইউএইচসি অর্জনে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি শীর্ষক ওই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ স্মার্ট ইউনিভার্সেল হেলথ্ কাভারেজ নেটওয়ার্ক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভূটানের রাজা এবং নেপালের অ্যাম্বাসেডর আমাকে অনুরোধ করেছেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে ভূটান, নেপাল এবং মালদ্বীপেও বাড়িয়ে দিতে। এ সময় এসডিজি ও ইউএইচসি লক্ষ্যমাত্রা অর্জন প্রসঙ্গে তিনি বলেন, যুগপৎভাবে কাজ করলে যেকোনো লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব। একই সময় সবাইকে একসঙ্গে কাজ করে এসডিজি ও ইউএইচসি অর্জনসহ দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছে নেয়ার আহ্বান জানান তিনি।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ. ফ. ম. রুহুল হক এমপির সভাপতিত্বে আয়োজিত ওই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মশালায় সংসদ সদস্য ছাড়াও চিকিৎসক, গবেষক, সাংবাদিকসহ দেশ-বিদেশের বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশ নেন।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!