খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

প্রথমবারের মতো এশিয়া কাপে নেপাল

ক্রীড়া প্রতিবেদক

হিমালয় কন্যা নেপালে ক্রমেই বাড়ছে ক্রিকেটের পরিধি। সন্দীপ লামিছানেরা ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন সর্বোচ্চ পর্যায়ে। নেপালের ক্রিকেটে এবার যুক্ত হয়েছে নতুন পালক। এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এশিয়া কাপ খেলা নিশ্চিত করেছে আইসিসি সহযোগী সদস্য দেশটি।

মঙ্গলবার কাঠমুন্ডুতে এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে ৭ উইকেটে আরব আমিরাতকে হারায় নেপাল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সোমবার আমিরাতকে মাত্র ১১৭ রানে গুটিয়ে দেয় নেপাল। ললিত রাজবংশী ১৪ রানে নেন ৪ উইকেট। লামিছানে ১০ ওভার বল করে ৩৪ রানে পান ২ উইকেট। বৃষ্টির কারণে রিজার্ভ ডেতে আসা ম্যাচে মঙ্গলবার নেমে ১৯.৩ ওভার আগেই লক্ষ্য পৌঁছে যায় স্বাগতিকরা। দলের হয়ে ৮৪ বলে সর্বোচ্চ ৬৭ রান করেন গুলশান ঝা।

ছয় দলের এশিয়া কাপে পাঁচ দল নিশ্চিত ছিল আগেই। নেপাল যুক্ত হলো ৬ষ্ঠ দল হিসেবে। ভারত ও পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে খেলবে নেপাল। ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা আর আফগানিস্তান। চলতি বছর নেপাল ক্রিকেটের জন্য ভীষণ স্মরণীয়, বছরের শুরুতে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করে তারা। এবার এশিয়া কাপে পা রেখে বড় এক পদক্ষেপ দিল দক্ষিণ এশিয়ার দল।

ওয়ানডে সংস্করণে এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। টুর্নামেন্ট হওয়ার কথা সেপ্টেম্বর মাসে। তবে ভারত পাকিস্তানে গিয়ে খেলতে রাজী না হওয়ায় টুর্নামেন্টটি ঝুলে গেছে। শেষ পর্যন্ত কোথায় আসরটি গড়াবে তা নিয়ে এখনো দেন দরবার চলছে এসিসি ও ভারত-পাকিস্তানের মধ্যে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!