স্প্যানিশ ফুটবল দল মালাগা সিটি এফসির অ্যাকাডেমিতে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তাহসিন প্রিয়। বাংলাদেশর প্রথম কোনও ফুটবলার হিসেবে স্পেনের ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হলেন তিনি।
মালাগা সিটি এফসির সঙ্গে ১ বছরের চুক্তি বদ্ধ হলেন ১৯ বছর বয়সী এই ফুটবলার। ঢাকায় বেড়ে ওঠা তাহসিন স্কলাস্টিকা স্কুলের শিক্ষার্থী ছিলেন।
মালাগার লজিস্টিকস অপারেশন ম্যানেজার ইভান পাররা অরটিজি বিষয়টি ইন্সটগ্রামে নিশ্চিত করেছেন।
পোস্টে তিনি বলেন, মালাগা সিটি এফসি ২০২০/২১ মৌসুমের জন্য বাংলাদেশের তাহসিন প্রিয়র সঙ্গে চুক্তি করতে পেরে উচ্ছ্বসিত। স্বাগতম তাহসিন। বর্তমানে মালাগাতেই অবস্থান করছেন তাহসিন।
সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ১৫ অক্টোবর এসেছি। সবাইকে দোয়া করতে বলবেন। ক্লাবের সঙ্গে যোগ দিয়েছি। তারা অনুশীলন থেকে খাবারেরর ব্যবস্থা করেছেন। তবে আমার মতো অন্য দেশ থেকে যারা এসেছেন প্রত্যেকেই নিজেদের খরচে থাকছি।
খুলনা গেজেট/এএমআর