খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হামাস
  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

প্রতিশোধ নাকি পুরোনো গল্পের প্রতিচ্ছবি

ক্রীড়া প্রতিবেদক

ভারতের পর জিম্বাবুয়ের কাছে নাটকীয়ভাবে হার, বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পাকিস্তানের পয়েন্ট শূন্য। শেষ তিন ম্যাচে জিতলেও সেমিফাইনালে যেতে তাকিয়ে থাকতে হবে প্রায় অসম্ভব কিছু সমীকরণের দিকে। সাবেকদের সমালোচনা, রমিজ রাজার হতাশার সঙ্গে ভারতীয় সমর্থকদের বঞ্চনা।

পাকিস্তানের শুরুর দুই ম্যাচে কী ছিল না? সিডনি কিংবা অ্যাডিলেড নয় পাকিস্তানের টিকিট কাটতে হবে করাচির। এমন কিছুর জন্যও হয়তো প্রস্তুতি সেরে রেখেছিলেন দায়িত্বে থাকা ব্যক্তিরা। তবে সমীকরণ বদলেছে, পাকিস্তানও ঘুরে দাঁড়িয়েছে, নেদারল্যান্ডের সাউথ আফ্রিকা জয়ে বাবর আজমদের শেষ চারের স্বপ্ন আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে।

শেষ ম্যাচে কেবল বাংলাদেশকে হারালেই পাকিস্তানের টিকিট কনফার্ম হবে সিডনি বা অ্যাডিলেডের। শাহীন শাহ আফ্রিদির দারুণ বোলিংয়ের পর বাবর-মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে বাতিল হলো করাচির টিকিট। শেষ দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আনপ্রেডিক্টেবল পাকিস্তান। নিউজিল্যান্ডকে অনায়াসে হারিয়ে মেলবোর্নের ফাইনালেও জায়গা করে নিয়েছে বাবরের দল। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া, ঘুরে দাঁড়ানো যেন পাকিস্তানের ক্রিকেটের পুরোনো রীতি। পাকিস্তানের এমন প্রত্যাবর্তনে উঁকি দিয়েছে বিরানব্বইয়ের ওয়ানডে বিশ্বকাপ।

শুরুতে ধুঁকতে থাকা, ঘুরে দাঁড়ানো এবং শেষ পর্যন্ত বিশ্বকাপের ফাইনাল, ইমরান খানের বিশ্বকাপ জয়ী পাকিস্তানের রোড টু ফাইনালটা ছিল এমনই। এবারের মতো মেলবোর্নে ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। গত কদিনে সমর্থক থেকে ক্রিকেট বিশ্লেষকদের মাঝে সবচেয়ে বেশি চর্চিত বিরানব্বই বিশ্বকাপটা কেবলই আলোচনার জন্য নয়, পাকিস্তানের জন্য প্রতিচ্ছবিও বটে। সেবার ওয়াসিম আকরামের দুই বলে উইকেট, ২২ রানে জয় আর বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরা আত্মবিশ্বাস যোগাচ্ছে বাবরকে।

বিরানব্বইয়ের পুনরাবৃত্তি করতে নিজেদের সবটা উজার করে দিতে চান পাকিস্তানের অধিনায়ক। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে বাবর বলেন, ‘হ্যাঁ, (১৯৯২ বিশ্বকাপের সঙ্গে) মিল তো আছেই। আমরা ট্রফিটা জেতার চেষ্টা করব আর এই দলটার অধিনায়কত্ব করাও গর্বের, বিশেষ করে এমন একটা মাঠে (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড)। ইনশা আল্লাহ আগামীকালের ম্যাচে আমরা নিজেদের শতভাগ উজাড় করে দেব।’

জস বাটলারের অনুপ্রেরণা অবশ্য ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ। উত্তেজনায় ঠাসা ম্যাচ জিতে ট্রফি উঁচিয়ে ধরেছিল ইয়ন মরগানের দল। বছর তিনেক আগে লর্ডসে জেতা সেই ফাইনালের অভিজ্ঞতা ইংলিশদের বাড়তি সুবিধা দেবে বলে মনে করেন ইংল্যান্ডের অধিনায়ক। ফাইনালের আগে বাটলার বলেন, ‘আমি মনে করি, এটা সেই (২০১৯) বিশ্বকাপের ফাইনালই হোক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিভিন্ন ফাইনালই হোক কিংবা দল হিসেবে আমরা যেকোনো অভিজ্ঞতা যেটার মধ্য দিয়ে আমরা গিয়েছি, সেসব আমাদের সুবিধা দেবে।’

শিরোপা উঁচিয়ে ধরার মিশনে প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের পরিসংখ্যান অবশ্য ইংল্যান্ডের পক্ষে কথা বলছে। এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে ২৮ দেখায় ইংলিশদের জয় ১৭ ম্যাচে। বিশ্বকাপের মঞ্চে আরও দুর্দান্ত ইংল্যান্ড। ২০০৯ ও ২০১০ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেললেও দুবারের দেখায় হারেনি বাটলররা। তবে ইংল্যান্ডের জন্য চ্যালেঞ্জ হতে পারে পাকিস্তানের দুর্দান্ত বোলিং লাইন আপ। পাকিস্তান বরাবরই দারুণ সব পেস বোলার নিয়ে হাজির হয়।

এবারের বিশ্বকাপেও সেটির ব্যতিক্রম ঘটেনি। শাহীন আফ্রিদির সঙ্গে পাকিস্তানের সমৃদ্ধ পেস ইউনিটে রয়েছেন হারিস রউফ, নাসিম শাহ এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। পাকিস্তানের এই পেসারদের সামলানোটাই যে ইংল্যান্ডের মুল চ্যালেঞ্জ হবে সেটা অকপটেই স্বীকার করেছেন বাটলার। তিনি বলেন, ‘দারুণ সব ফাস্ট বোলার তৈরি করার ইতিহাস আছে তাদের। এই দলটিও ব্যতিক্রম নয়। পাকিস্তানের ফাইনালে আসার পেছনে তাদের বড় ভূমিকা আছে। ওদের কাছে আমরা কঠিন চ্যালেঞ্জই আশা করছি।’

পাকিস্তানের পরিকল্পনাতেও প্রায় সবটা জুড়ে পেস ইউনিট। নিজেদের বোলিং আক্রমণ নিয়ে আত্মবিশ্বাসী হলেও ইংল্যান্ডের সামর্থ্যকে হেয় করে দেখেননি বাবর। ফাইনাল জিততে নিজেদের পেস আক্রমণকে কাজে লাগাতে চান পাকিস্তানের অধিনায়ক। তিনি বলেন, ‘ইংল্যান্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। ভারতকে হারিয়ে তাদের ফাইনালে আসা সেটাই প্রমাণ করে। আমরা আমাদের পরিকল্পনায় ঠিক থাকব এবং ফাইনাল জিততে আমাদের শক্তি পেস আক্রমণকে কাজে লাগাব।’

ইংল্যান্ডের বোলিং ইউনিটকেও একেবারে ফেলে দেয়ার সুযোগ নেই। মার্ক উড ফিট হয়ে ফিরলে তার সঙ্গে থাকবেন ক্রিস ওকস এবং দারুণ ছন্দে থাকা স্যাম কারান। শুরুর দিকে ছন্দে না থাকলেও অস্ট্রেলিয়ার মাটিতে নিজেকে খুঁজে পেয়েছেন আদিল রশিদ। সেমিফাইনালে বিরাট কোহলি-সূর্যকুমার যাদবদের একাই আটকে রেখেছিলেন ডানহাতি এই লেগ স্পিনার। তবে পার্থক্য গড়ে দিতে পারেন দুই দলের ব্যাটিং অর্ডার।

টি-টোয়েন্টি ক্রিকেটের সামর্থ্য বিবেচনায় পাকিস্তানের চেয়ে খানিকটা এগিয়ে ইংল্যান্ডের ব্যাটাররা। ছন্দ খুঁজে পাওয়ায় পাকিস্তানের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন অ্যালেক্স হেলস-বাটলার। সেমিফাইনালে নিজেদের সামর্থ্যের ঝলক দেখিয়েছেন এই দুই ওপেনার। তাদের মতো ভয় ধরাতে পারেন বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলীরা। এদিকে ইংলিশ পেসারদের সামলে উঠতে পারলে ম্যাচ শেষ করে আসতে পারেন বাবর-রিজওয়ান জুটি। সুপার টুয়েলভে পারফর্ম করতে না পারলেও সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে হাফ সেঞ্চুরি পেয়েছেন দুজনই।

মেলবোর্নে তাই সময়ের অন্যতম সেরা বোলারদের সঙ্গে ব্যাটারদের লড়াইটা রোমাঞ্চ জাগাবে। তবে সব উত্তেজনা আর রোমাঞ্চের মাঝে চোখ রাঙাচ্ছে বেরসিক বৃষ্টি। আবহাওয়ার ব্যুরোর দাবি, মেলবোর্নে ফাইনালের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৯৫ শতাংশের মতো। সেটা ছুঁয়ে দেখতে পারে ১০০ শতাংশকেও। শুধু ফাইনালের দিনই নয়, বৃষ্টি হতে পারে রিজার্ভ ডেতেও।

এদিকে এসবের আড়ালে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বিরানব্বইয়ের বিশ্বকাপ। পাকিস্তানের গল্পটা যখন পুরোনো ইতিহাসের পুনরাবৃত্তি, ইংল্যান্ডের জন্য সেটা কেবলই প্রতিশোধের। ইমরানের দলের কাছে হেরে সেদিন প্রথমবারের মতো সোনালি ট্রফি উঁচিয়ে ধরতে না পারার আক্ষেপে পুড়তে হয়েছিল ইংলিশদের।

এরপরে অবশ্য বিশ্বকাপ জিতেছে, ট্রফিও উঁচিয়ে ধরেছে। তবে ইংল্যান্ডের সেই আক্ষেপ কি ঘুচেছে? হয়তো হ্যাঁ আবার হয়তো না। আক্ষেপ ঘুচে যাক বা না যাক নিশ্চিতভাবেই ১৩ নভেম্বর প্রতিশোধ নিতে চাইবে ইংল্যান্ড। টিভি সেটের সামনে কিংবা বিশ্বের নানা প্রান্তে দাঁড়িয়ে মেলবোর্নের দিকে তাকিয়ে থাকা সমর্থকদের সামনে এখন কেবল একটাই প্রশ্ন, প্রতিশোধ নাকি বিরানব্বইয়ের পুরোনো গল্পের প্রতিচ্ছবি…




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!