খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের দুই দিনের রিমান্ড মঞ্জুর
  সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
  দুর্নীতি ও আমলাতন্ত্র দেশে ব্যবসায় পরিবেশ নিশ্চিতের অন্যতম বাধা : সিপিডি
  সাবেক স্পিকার শিরীন শারমিন ও তার স্বামীর পাসপোর্টের আবেদন স্থগিত

প্রতিবাদের মুখে যশোরে পানির বর্ধিত বিল প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর পৌরসভার বৃদ্ধি করা পানির বিল প্রত্যাহার করা হয়েছে। পৌর নাগরিক কমিটির প্রতিবাদের মুখে পৌর প্রশাসক রফিকুল হাসান বর্ধিত বিল বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এতে স্বস্তি ফিরেছে শহরবাসীর মাঝে।

পৌর নাগরিক কমিটির নেতৃবৃন্দ বর্ধিত পানির বিল বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার পৌর প্রশাসক রফিকুল হাসানের কাছে স্মারকলিপি প্রদান করেন। এসময় পৌর নাগরিক কমিটির সাথে আলোচনা করে পূনঃকর নির্ধারণ করা ও পৌরসভার অতীত কাজের তদন্ত করে দুর্নীতির সাথে যুক্ত জনপ্রতিনিধি, কর্মচারীদের বিচার করা, সকল ওয়ার্ডের রাস্তা ও ড্রেন সংস্কার এবং পানির সংযোগ ঐচ্ছিক করার দাবি জানান নেতৃবৃন্দ। এসব বিষয়টি আমলে নিয়ে রোববার পৌর প্রশাসক বর্ধিত পানির বিল বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেন। এদিন বিকেলে বিষয়টি তিনি সাংবাদিকদের জানান। তার এ সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছে পৌরবাসী।

বিষয়টি নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন পৌর নাগরিক আন্দোলনের নেতা জিল্লুর রহমান ভিটু। তিনি বলেছেন, সাবেক মেয়র হায়দার গণি খান পলাশ সম্পূর্ণ অযৌক্তিকভাবে নাগরিকদের উপর বর্ধিত পানির বিল চাপিয়ে দিয়েছিলেন। নাগরিক সুবিধা বঞ্চিত পৌরবাসী একের পর এক কর দিয়ে পৌরসভার ফান্ড ভারি করলেও তাদের সুবিধাদি নিয়ে কখনো ভাবা হয়নি। সে কারণে তারা নাগরিকদের সংগঠিত করে আন্দোলনে নামেন।

পৌর প্রশাসক পৌরবাসীর প্রাণের দাবিকে সম্মান জানিয়ে পানির বর্ধিত বিল প্রত্যাহার করায় এখন নাগরিকদের অন্যান্য সমস্যা সমাধান যেমন নি¤œাঞ্চলের জলাবদ্ধতা দূরীকরণ, সড়ক ও বাইলেনগুলোর প্রয়োজনীয় সংস্কার, শহরের যানজট দূরীকরণসহ অন্যান্য সমস্যা সমাধানে উদ্যোগী হবেন বলেও আশাদাব ব্যক্ত করেন জিল্লুর রহমান ভিটু।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!