নানা সীমাবদ্ধতা সত্ত্বেও গেল চার বছরে পাঠকের প্রত্যাশা পূরণে সামর্থ্য হয়েছে খুলনা গেজেট। যেখানে আঞ্চলিক ও জাতীয় পত্রিকাগুলো প্রতিনিয়ত সংবাদ গোপন করছে, সেখানে খুলনা গেজেট ব্যতিক্রম। দেশী-বিদেশী সংবাদের সঙ্গে, বিশেষজ্ঞ মতামত, বিশ্লেষণ ও পাঠকের মতামত গুরুত্ব সহকারে তুলে ধরে বিচক্ষণার স্বাক্ষর রেখেছে।
দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনপ্রিয় অনলাইন পোর্টাল খুলনা গেজেট এর পঞ্চমবর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভায় বিশিষ্ট অতিথিরা এসব কথা বলেন।
রবিবার (১৪ জুলাই) নগরীর খুলনা গেজেটের নিজস্ব কার্যালয় আলোচনা সভার আয়োজন করা হয়। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।
খুলনা গেজেট’র নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ও ডীন অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সমাজ গবেষক ড. খ. ম. রেজাউল করিম ও খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ । স্বাগত বক্তব্য দেন খুলনা গেজেট’র যুগ্ম সম্পাদক শেখ দিদারুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা গেজেট’র যুগ্ম বার্তা সম্পাদক এএইচ হিমালয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা গেজেট’র বার্তা সম্পাদক কৌশিক দে বাপী, প্রধান প্রতিবেদক মো. মিলন, সাংবাদিক বেল্লাল হোসেন সজল, তানজিম আহমেদ, মনিরুল ইসলাম সাগর, একরামুল হোসেন লিপু, বিএম শহিদুল ইসলাম, আরাফাত মীম, আয়শা আক্তার জ্যোতি প্রমুখ।
খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসেসিয়েশনের শুভেচ্ছা
খুলনা গেজেট’র প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন, কোষাধ্যক্ষ একরামুল হোসেন লিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বেল্লাল হোসেন সজল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানজিম আহমেদ, নির্বাহী সদস্য আরাফাত মীম প্রমুখ।
খুলনা গেজেট/কেডি