খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ৪ দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি দল
  পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৫

প্রতিটি উপাসনালয়ে সিসি ক্যামেরা স্থাপন করার আহ্বান ইসলামী আন্দোলনের

গেজেট ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর ও খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি, সহায়-সম্পত্তি ও উপাসনালয়সমূহের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি উপাসনালয়ে সিসি ক্যামেরা স্থাপন করার আহ্বান জানিয়ে বলেছেন, দেশপ্রেমিক জনগণকে যে কোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পাঁয়তারা রুখে দিতে হবে। দেশের সকল নাগরিককে স্ব-স্ব জায়গায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা রাখতে হবে।

সোমবার (১২ আগষ্ট ) বিকালে পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতৃবৃন্দ সাক্ষাত করতে এলে তিনি তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি মুফতী আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আবু গালিব, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, আলহাজ্ব জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, এইচএম আরিফুল ইসলাম, শেখ হাসান ওবায়দুল করীম, আলহাজ্ব আবুল কাশেম, মাওলানা নাসিম উদ্দিন, হাফেজ আব্দুল লতিফ, গাজী মিজানুর রহমান, আলহাজ্ব আমজাদ হোসেন, মোল্লা রবিউল ইসলাম, গাজী ফেরদাউস সুমন, কাজী তোফায়েল হোসেন, মোহাম্মদ কবির হোসেন, আব্দুল্লাহ আল মাসুম, মোঃ সজিব, আকবর আলী পাঠান, শ্রমিক নেতা এস এম আবুল কালাম আজাদ, মোঃ ইব্রাহিম ইসলাম খান, যুব নেতা মোঃ ইমরান হোসেন মিয়া, মোঃ আব্দুস সবুর, ছাত্র নেতা মোঃ মাহাদী হাসান মুন্না, মোস্তফা আল গালিব, হাবিবুল্লাহ মেজবাহ প্রমুখ নেতৃবৃন্দ।

মাওঃ আব্দুল আউয়াল বলেন, পরাজিত শক্তি সংখ্যালঘুদের ঢাল বানিয়ে দেশকে নতুন করে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে চক্রান্ত করছে। তিনি বলেন, আওয়ামী লীগের হাতিয়ার সংখ্যালঘু সম্প্রদায়। এরাই সংখ্যালঘুদের বাড়ী-ঘরে হামলা করে বিরোধী মতকে দমন করেছে অতীতে। অনেককে গ্রেফতার করার পর জানা যায় তারা আওয়ামী লীগের কর্মী, অনেকে সংখ্যালঘু সম্প্রদায়ের লোক। এবার বিশ্বে নজির স্থাপন করেছে ইসলামপন্থি সংগঠন ও কওমী মাদরাসার ছাত্রসহ অন্যান্য ছাত্ররা।

তিনি বলেন, দেশের আইন, বিচার, সংসদ, প্রশাসন, অর্থ, শিক্ষা, শিল্প ও দেশপরিচালনার প্রতিটি ক্ষেত্রেই আমরা সাম্য ও ন্যায়বিচারের বাংলাদেশ চাই।

অপরদিকে সোমবার(১২আগস্ট)  বাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা শাখা এর সভাপতি শেখ মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী মাও হারুন অর রশিদ এর পরিচালনায় রুপসা উপজেলার শিংহের চর বাজারে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব জাহিদুর রহমান,এছাড়া বক্তব্য রাখেন আলহাজ্ব আশরাফুল ইসলাম বিশ্বাস, মোঃ রমজান মল্লিক লিটন,আলহাজ্ব আনিসুর রহমান, মাওলানা মাসুদুর রহমান রউফি, মাওলানা হেলাল উদ্দিন শিকারি, মোঃ মিরাজ মোল্লা, মোঃ মাসুদ ফকির, আক্তারুজ্জামান আকতার,মাসুম বিল্লাহ,ছাত্র নেতা, ফরহাদ মোল্লা,হাবিবুল্লাহ, নাসরুল্লাহ, রাতুল,সাকিব, প্রমুখ। – খবর বিজ্ঞপ্তির




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!