মূল্যবান ধাতুতে আরও বিনিয়োগের জন্য আর কিছু দিন অপেক্ষা করতে হবে ব্যবসায়ীদের। চলতি বছর শেষেই প্রতি আউন্স স্বর্ণের দাম ২০০০ ডলারের পর্যায়ে পৌঁছবে। আর নতুন বছরের প্রথমার্ধে দামি ধাতুটির দর তা ছাড়িয়ে যাবে। কিটকো নিউজের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের ব্যবসাভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, ২০২৩ সালে স্বর্ণের দামের পূর্বাভাস দিয়েছে ব্যাংক অব আমেরিকা। তাতে দেখা যাচ্ছে, আউন্সপ্রতি মূল্যবান ধাতুটির দর এখন ২০০০ ডলারের পথেই রয়েছে। ২০২২ সালের শেষেই তা সেই স্তরে পৌঁছে যাবে। আর নতুন বছরের প্রথমার্ধ আসতে আসতে সেটা ছাড়িয়ে যাবে।
সম্প্রতি এক ওয়েবিনারে ব্যাংকটির পণ্য কৌশলবিদ মাইকেল উইদমার বলেন, পরের বছর স্বর্ণের দামে উলম্ফন দেখা যাবে। দ্বিতীয় প্রান্তিক শেষ হওয়ার আগে তা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
তিনি বলেন, আগামী মেয়াদে স্বর্ণের বাজার অস্থির হতে চলেছে। যতদিন মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) কঠোর অবস্থান থেকে নমনীয় না হবে, ততদিন বর্তমান দর বৃদ্ধি অব্যাহত থাকবে।